মঠবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা জহির এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুলনা সরকারি সুন্দরবন কলেজের সাবেক ভিপি ও খুলনা মহানগর জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি তারিকুল ইসলাম জহির মঠবাড়িয়ার প্রত্যন্ত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গেল ঈদুল আযহা পরবর্তী স্থানীয় প্্েরসকাব, রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করছেন। এছাড়াও পৌর শহর ও ১১টি ইউনিয়নের ছোট বড় বাজারে উঠান বৈঠক করে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। মতবিনিময় ও উঠান বৈঠকে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। দল করতে গিয়ে নির্যাতন ও কারা বরণ করেছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি। দলের কাছে মনোনয়ন চাইব। দলের হাই কমান্ড মনোনয়ন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি এ আসন থেকে বিজয়ী হতে পারব বলে আশাবাদী। তিনি আরও বলেন, বিএনপির মনোনয়ন বোর্ড যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে দল যাকে মনোনয়ন দিবে দেশের এই কান্তিকালে বৃহত্তর স্বার্থে দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত কারামুক্তির জন্য সরকারের দমন পীড়ণ উপেক্ষা করে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানান। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলের কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানান।
এদিকে তারিকুল ইসলাম জহির মঠবাড়িয়া আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় মঠবাড়িয়ার বিএনপিতে নতুন মেরুকরণের সৃষ্টি হয়েছে।
Comments
আরও পড়ুন





