মঠবাড়িয়া আসনের ঐক্যফ্রন্টের প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন দুলালসহ ২৩ নেতাকর্মী জেল হাজতে

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ ২৩ বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের করা পুলিশের একটি মামলায় হাজিরা দিতে গেলে সোমবার (৭ জানুয়ারী) দুপরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক হাকিম আব্দুল মন্নান এ আদেশ দেন। মামলায় অভিযুক্ত আসামীরা উচ্চ আদালতের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন শেষে ঘটনার দিন নিম্ম আদালতে হাজিরা দিতে গেলে জামিন বাতিল করে ২৩ আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় বিজ্ঞ আদালত।
এতে সোমবার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জালাল মৃধা, উপজেলা যুবদল সদস্য সচিব তাহসীন জামান রুমেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক রণি মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রামীম লস্করসহ ২৩ নেতা কর্মীকে জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান বাদি হয়ে গত ৬ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ আনা হয়, সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য মঠবাড়িয়া-গুদিঘাটা সড়কে নির্মানাধীন সেতুর মালামাল খালে ফেলে ক্ষতিসাধন ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্নসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন।
এ বিষয়ে উপজেলা বিএনপি নেতা কে.এম হুমায়ূন কবীর এ মামলা হয়রাণিমূলক দাবি করে বলেন, নির্বাচনে স্থানীয় বিএনপির নেতাকর্মী মাঠ শূন্য করা জন্য এ সাজানো মামলা দেওয়া হয়েছে। ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানাই।
Comments
আরও পড়ুন





