মঠবাড়িয়ায় ৮ মার্চ থেকে ৭ দিন ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান
শাকিল আহমেদ: শ্রী গুরু সঙ্ঘ মঠবাড়িয়া শাখা এবং কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরের যৌথ আয়োজনে ৮মার্চ থেকে ৭দিন ব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নামকীর্ত্তন পরিবেশন করবেন চট্টগ্রাম থেকে আগত শ্রী আচ্যুদানন্দ সম্প্রদায়, খুলনার শ্রী কৃষ্ণভক্ত সম্প্রদায়, মাগুরার শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, মাদারীপুরের শ্রী রঘুনাথ জিউ সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী গোকুল কৃষ্ণ সম্প্রদায়, পটুয়াখালীর শ্রী নন্দ গোপাল সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় ও পিরোজপুর থেকে আগত শ্রী লোকনাথ সম্প্রদায়। কর্ত্তীন পরিচালনা কমিটির আহবায়ক উত্তম কর্মকার জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মঠবাড়িয়া পৌরশহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে মহানাম যজ্ঞনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তিনি জাতি, ধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
Comments
আরও পড়ুন





