মঠবাড়িয়ায় ছয় ইউপিতে তিন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেলেন

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নের ৬টি ইউনিয়নে আগামী ১১ই এপ্রিল প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- ১নং তুষখালী, ৩নং মিরুখালী, ৭ নং বেতমোর রাজপাড়া, ৮ নং আমড়াগাছিয়া, ৯ নং সাপলেজা ও ১০ নং হলতা গুলিসাখালী। এ নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৭শ সাতষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য নির্বাচিত করবেন।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার লক্ষে ৩জন রিটার্নিং অফিসার নিযুক্ত করেছেন। রিটার্নিং অফিসারগণ হলেন, তুষখালী, মিরুখালী ও বেতমোর রাজপাড়া ইউপিতে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন, সাপলেজা ও আমড়াছিয়া ইউপিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শওকত হোসেন এবং হলতা গুলিসাখালী ইউপিতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ নুরে আলম।
উপজেলা নির্বাচন অফিসার মো: নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান এ রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেছেন।
Comments
আরও পড়ুন





