মঠবাড়িয়ায় ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনির গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মনির ফকির (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। বুধবার (৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ধানীসাফার করিম আকন বাজার সংলগ্ন হাকিম মুন্সীর বাড়ির উত্তর পাশের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশী চালিয়ে ৫১ পিচ ইয়াবা ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মঈন উদ্দিন ফকিরের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।
Comments
আরও পড়ুন





