মঠবাড়িয়ায় ১০ বছরেরর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ একটি অপহরণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল মৃধা (৫৫) কে শনিবার (৮ জুন) গভীর রাতে বসত বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জালাল উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত: নুর মোহাম্মদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে দায়ের করা একটি অপহরণ মামলায় পিরোজপুরের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারিক হাকিম ১৯৯৪ সালে আসামীর অনুপস্থিতিতে ১০ বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ দেন। জালালকে শনিবার রাতে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, জালাল পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
Comments
আরও পড়ুন





