মঠবাড়িয়ায় হাটের দিনে পৌরবাসীর দুর্ভোগ চরমে ॥ দেখার যেন কেউ নেই

রুবেল মিয়া: পিরোজপুর জেলার উপজেলা গুলোর মধ্যে দক্ষিণাঞ্চলের মঠবাড়িয়া একটি অন্যতম উপজেলা। এ উপজেলার প্রাণকেন্দ্র মঠবাড়িয়া পৌরসভা। এই পৌরসভার সারা জায়গা জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের হাট বসে। তবে প্রত্যেক সপ্তাহের বুধবার বসে সাপ্তাহিক হাট। সপ্তাহের বুধবার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষজন নানা ধরনের মালামাল নিয়ে আসে বিক্রি করার জন্য। প্রতি বুধবার বিভিন্ন প্রকার মালামাল অসংখ্য ক্রেতা বিক্রেতা মিলিয়ে কাক ডাকা ভোর হতে রাত পর্যন্ত বাজার থাকে পরিপূর্ণ। অন্য দিনগুলোর তুলনায় প্রতি বুধবার হাজার হাজার মানুষের আগমন ও চলাচলে বাজার পরিণত হয় জনসমুদ্রে। মঠবাড়িয়া পৌরসভার সদর রোডের দুই পাশে বসে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান। রাস্তার ফুটপাত জুড়ে বসে দোকান, দোকানের সামনে দাঁড়িয়ে লোকজন কেনাকাটা করে তাদের প্রয়োজনীয় মালামাল। দোকানপাট ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষ সব মিলিয়ে মঠবাড়িয়া সদর রোড পরিণত হয়ে ছোট সরু পথে। সেই অবশিষ্ট পথ টুকু দিয়ে সাধারণ পথচারীদের চলাচল করতে খুবই কষ্ট হয়। এই কষ্ট উপেক্ষা করেও সাধারণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ভিড় করে মঠবাড়িয়া বাজারে। শতকষ্টের পরেও হাটের দিন বাজারের সদর রোড দিয়ে চলাচল করা গাড়ি ঘোড়ার জন্য সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়। প্রায় সারা রাস্তা জুড়ে বেঁধে যায় যানজট। সৃষ্টি হয় জনদুর্ভোগ। সম্মানিত জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজ আপনাদের কাছে মঠবাড়িয়ার সাধারণ জনগণের জোড় দাবি অন্তত হাটের দিন সকল যানবাহন গুলো যাতে মঠবাড়িয়া সদর রোড ব্যতীত অন্য রাস্তা দিয়ে চলাচল করে তাহার বিহিত ব্যবস্থা করবেন। তাহলে যানযট অনেকাংশে কমে যাবে। জনগণ জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে। আপনারা চাইলে সবই সম্ভব। ফলপ্রসু ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘব করে সাধারণ জনগণকে যানযট মুক্ত মঠবাড়িয়া উপহার দিবেন বলে সাধারণ জনগণ আশা রাখে।
Comments
আরও পড়ুন





