মঠবাড়িয়ায় সড়ক দূর্ঘটনা: তিন পুলিশ সদস্যসহ আহত ৪
স্টাফ রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়ার ভগিরথপুর নামক স্থানে বৃহস্পতিবার ভোরে টহলরত পুলিশের মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন পুলিশ সদস্যসহ ৪জন আহত হয়েছে। আহতরা হলো মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক আহমেদ কাজী (৪৮), ভগিরথপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার আবুল কালাম আজাদ (৫০), কনস্টেবল শাকিল আহমেদ (৩১) ও মাহেন্দ্র ড্রাইভার মোস্তফা (৩০)।
খবর পেয়ে ভগিরথপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত এএসআই ফারুক আহমেদ কাজী ও হাবিলদার আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
ভগিরথপুর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এস.আই মতিউর রহমান জানান, টহলরত মাহেন্দ্র গাড়িটি ভগিরথপুর সোবহান মাকের্ট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আলী হাসান জানান, আহতদের মধ্যে এএসআই ফারুক আহমেদ কাজী ও হাবিলদার আবুল কালাম আজাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





