মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সুপারি ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের মাঝেরপুল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫৭) নামের এক সুপারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই সন্তানের জনক নিহত শহিদুল ইসলাম উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত তোতাম্বর আলীর ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, সাপ্তাহিক হাটের দিন বুধবার দুপুরে উপজেলার মাঝেরপুল বাজারে সুপারি ক্রয় করে রাস্তা পাড় করছিলেন। এসময় বিপরীতগামী একটি যাত্রীবাহী ইজিবাইক তাকে চাঁপা দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানীসাফা ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য মো: ইসমাইল হোসেন জানান, প্রতি হাটবারের ন্যায় ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী শহিদুল সুপারি ক্রয় করে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আ: হক জানান, চাপা দেয়া ইজিবাইক ও চালককে শনাক্ত করা যায়নি এবং পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments
আরও পড়ুন





