মঠবাড়িয়ায় স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনতাই
স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল শিক্ষিকা সোনিয়া জাহান শিল্পী তার মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে তিন ছিনকারীর কবলে পড়েন। গতকাল শনিবার সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে পৌরশহরের আরামবাগ রোডের বাসার সামনে পৌছামাত্র একটি মটরসাইকেলে ৩জনের ছিনতাইকারী দল তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
শিক্ষিকা সোনিয়া জাহান জানান, তার সঙ্গে থাকা ব্যাগে নগদ ৫ হাজার টাকা, ডাচ-বাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ড, মোবাইল ফোন ও তার মায়ের ওষুধ নিয়ে পালিয়ে যায়। সোনিয়া জাহান ১৬নং চিত্রা পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষক নেতা সেলিম মিয়ার মেয়ে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
Comments
আরও পড়ুন





