মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী ও তার মাকে কুপিয়ে জখম, শ্লীলতাহানী ॥ থানায় মামলা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী ও তার মাকে লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর জখম শিক্ষার্থী হাফিজা আক্তার (১৫) ও তার মা রহিমা বেগম (৬০) গত দুই দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা দেবীপুর গ্রামের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ৬ ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
থানা ও প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার দেবীপুর গ্রামের ক্ষুদ্র্র ব্যবসায়ী বেলায়েত হোসেনের সাথে একই বাড়ির ছালাম সরদারের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বিকেলে প্রতিপক্ষ ছালাম ও তার পুত্র ছলেমানের নেতৃত্বে ভাড়া করা ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে বেলায়েতের পরিবারের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়। এসময় হামলাকারিরা মা ও মেয়ের শ্লীলতাহানি ঘটায়।
মঠবাড়িয়া থানার ইনন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন (বিপিএম) মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Comments
আরও পড়ুন





