মঠবাড়িয়ায় স্কুলছাত্রী ঊর্মি হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সাংবাদিক কন্যা স্কুলছাত্রী ঊর্মি হত্যা মামলার আসামী ছগির আকনের ফাঁসির দাবিতে মঙ্গলবার বিকেলে পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা ফারুউজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসান কবির, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, নিহত ঊর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, শ্রমিক নেতা আবু হানিফ খলিফা প্রমুখ। মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসামী ছগির জামিন পেয়ে পুলিশের সহায়তায় বিদেশে পালিয়ে গেছে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই চতুর্থ শ্রেণীর ছাত্রী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সাংবাদিক কন্যা ঊর্মি (১০) নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর বাড়ির অদুরে একটি পরিত্যক্ত বাগানের নালায় ঊর্মির ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসি। এ ঘটনায় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলা তার প্রতিবেশী মৃত. কুদ্দুস আকনের ছেলে ছগির আকনকে পুলিশ গ্রেফতার করেন। এদিকে আদালত থেকে জামিন পেয়ে ছগির গত ৪ এপ্রিল বুধবার বাড়িতে আসে। বৃহস্পতিবার মামলা তুলে নেয়ার জন্য নিহত ঊর্মির বাবা সংবাদিক সোহেলকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় জিডি করা হয়েছে।
Comments
আরও পড়ুন





