মঠবাড়িয়ায় সিডর দিবসে মসজিদ ও গণকবরে দোয়া মাহফিল
মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: ১৫ নভেম্বর ভয়াল সিডর দিবস উপলক্ষে উপজেলার বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় সিডর দিবস পালিত হয়েছে। সিডরে উপজেলার ১৮০ জন নহিত হয় এবং ৫৯ হাজার পরবিার ক্ষতগ্রিস্থ হয়। নিহতদের স্মরণে মসজিদে মসহিদে বুধবার যোহর নামাজবাদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এলাকবাসী।
এছাড়া উপজেলার সবচেয়ে ক্ষয়-ক্ষতি এলাকা খেতাচিড়া গ্রামে গণকবর ও একই পরিবারের ৬ জন নিহতদের স্মরণে জেলা আ’লীগের সহ-সভাপতি ও স্বাচিব নেতা অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম পৃথক দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় ইউনিয়ন আ’লীগ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লাসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





