মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ইউসুফ খলিফা (৪৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার নলী জয়নগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইউসুফ ওই গ্রামের মৃত নুরুল ইসলাম খলিফার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, ২০১৬ সালে খুলনার কাঠ ব্যবসায়ি লোকমান হোসেনের দায়ের করা প্রতারণা মামলায় খুলনা মেট্রোপলিটন আদালত-৪ এর বিচারিক হাকিম অভিযুক্ত ইফসুফকে ১বছরের কারাদন্ডাদেশ দেন। তিনি আরও জানান, ইউসুফ দীর্ঘদিন পালিয়ে ছিল। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





