মঠবাড়িয়ায় সাংসদ রুস্তুম আলী ফরাজীকে হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: আধুনিক মঠবাড়িয়ার রূপকার জননন্দিত জননেতা পিরোজপুর- আসন থেকে ৪র্থ বারের মত এমপি নির্বাচিত হওয়ায় সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডা: রুসÍম আলী ফরাজী এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, এমপির সহধর্মীনী ওই বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষিকা খদিজা বেগম খুশবু, আওময়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার শাজাহান আলী শেখ, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, আওময়ামীলীগ নেতা ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবসংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলাল, ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান আকাশ ও শামীম সোহাগ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: ফরাজী সরকারী করণের জন্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন করে ভালো পড়াশুনার মাধ্যমে দেশ গঠনে শিক্ষার্থীরা অবদান রাখবে। দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই রাষ্ট্র পরিচালনা ও বড় বড় স্থানে চাকুরী ও ব্যবসা করছে। তিনি বর্তমান সরকারকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও দেশকে এগিয়ে নিতে নিবার্চনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও মতায় আনায় সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ওই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবুকেও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





