মঠবাড়িয়ায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা : শ্লীলতাহানী, অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ- গ্রেফতার ২
মঠবাড়িয়া সংবাদ ডেস্কঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দক্ষিণ বড়মাছুয়া গ্রামে এক প্রভাবশালী কর্তৃক সংখ্যালঘু একটি পরিবারের বিরোধীয় জমি দখলের চেষ্টা কালে ভাংচুর, অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করলে ওই সংখ্যালঘুর পরিবারের সদস্যদের ওপর হামলা,মারধোর ও দুই নারীর শ্লীলতাহানি ঘটনাও ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত কৃষক মনিন্দ্র ওঝা ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে ঘটনার সাথে জড়িত মামুন (৩০) ও তার সহযোগি তোফেল (৪৫) কে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন বড়মাছুয়া গ্রামের পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে কৃষক মনিন্দ্র নাথ ওঝার সাথে পাশবর্তী বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামের প্রভাবশালী এ্যড. হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে হাফিজুর রহমান গং জোর পূর্বক ওই জমি দখলের পায়তারা করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে হফিজুর রহমান ও তার দুই ছেলেসহ ৮/৯ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে (ধানের) খড়ের মেইতে আগুন ধরিয়ে দিয়ে আতঙ্ক ছড়িয়ে বিভিন্ন সবজী গাছ কেটে ফেলে এবং হামলা চালিয়ে গোয়াল ও কাচারী ঘর ভাংচুর করে ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে।। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে আসলে মারধোর ও ওই পরিবারের দুই নারীকে রাস্তায় প্রকাশ্যে টেনে-হেচড়ে শ্লীলতাহানি করে।
বড়মাছুযা ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার জানান-হিন্দু সম্প্রদায়ের ১শ’ বছরের ভোগ দখলে থাকা এভাবে দখল করা দংখজনক। দু’পক্ষের জমির মালিকানা নিয়ে দ্বন্দ থাকায় বৈঠক করে জমির রেকর্ড ও দখল থাকায় হিন্দুদের পক্ষে রোয়েদাঁত নামা দেই বলে আরও জানান।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয় এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Comments
আরও পড়ুন





