মঠবাড়িয়ায় শুক্রবার থেকে তিনব্যাপী রাস উৎসব শুরু
দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার থেকে তিন দিন ব্যাপী ২৫তম রাস উৎসব শুরু হচ্ছে। বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া শাখার উদ্যোগে পৌর শহরের শ্রীমদ আচার্য বিবেকানন্দ গোস্বামীর ৪নং ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠিত আশ্রম প্রাঙ্গণজুড়ে এ রাস উৎসবের আয়োজন করা হয়েছে। রাস উৎসবে পৌরহিত্য করবেন সেবাশ্রমের সেবায়েত শ্রী সুভাষ বিশ্বাস।
আশ্রম কমিটির সভাপতি সুনীল বরণ হালদার জানান, প্রতি বছরের ন্যায় এবারের রাস উৎসবে শুভ অধিবাস, সন্ধ্যারতি, শ্রীমদদ্ভাগবত পাঠ, শ্রী গুরুর মহিমা বর্ণনা, আরতি কীর্তন, রাস লীলা, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। তিন দিনের এ রাস উৎসবে প্রাঙ্গণ জুড়ে মেলা বসবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত সমবেত হবেন।
Comments
আরও পড়ুন





