মঠবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়
দিলীপ মজুমদার: পিরোজপুরের মঠবাড়িয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রভাষক শাহনাজ পারভীন, ম্যানেজিং কমিটির সদস্য নিজামুল কবির মিরাজ, মাসুদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের আরও দায়িত্ব নিয়ে শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি সচেতন হওয়ার অনুরোধ জানান।
Comments
আরও পড়ুন





