মঠবাড়িয়ায় শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মিলাদ : যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ, স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, শিক্ষক নূর হোসাইন মোল্লা, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক, প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, শহীদ পরিবারের সদস্য পরিমল হালদার প্রমুখ। শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সহ-সভাপতি আরিফ উল হক প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, প্রচার উপকমিটির আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান মিজু। শেষে উদীচির উদ্যোগে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়। পরে রাতে শহীদ মিনার পাদদেশে মুক্তিযোদ্ধা বিষয়ক গীতি আলখ্য “ইতিহাস কথা কও” পরিবেশিত হয়।
Comments
আরও পড়ুন





