মঠবাড়িয়ায় শওকত আনোয়ার ইসলাম ওসি হিসেবে যোগদান
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে শওকত আনোয়ার ইসলাম যোগদান করেছে। গত শনিবার (২৭ অক্টোবর) রাতে ওসি কাঠালিয়া থানা হতে বদলী হয়ে মঠবাড়িয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বরিশালের হিজলা ও কাজীর হাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ভোলার বাসিন্দা শওকত আনোয়ার ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি মঠবাড়িয়া সংবাদকে বলেন, মাদক, সন্ত্রাস, চোর ডাকাতসহ অপরাধীদের দমনে জিরো ট্রলারেন্সে কাজ করবে।
Comments
আরও পড়ুন





