মঠবাড়িয়ায় রেল সচিবের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মঠবাড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মো: মোফাজ্জেল হোসেনের আমন্ত্রনে মঙ্গলবার (২৮ মে) উপজেলার আলগী পাতাকাটা নিজ বাড়ীতে রোজাদারদের সম্মানে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তার প্রায়াত মা-বাবাসহ বড় ভাই বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার মরহুম মাহাতাব উদ্দিন আকন ও ২নং ধানীসাফা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোশারেফ হোসেন আকনসহ পরিবারের স্বজনদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার রোজাদার মুসুল্লীসহ মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আলী হাসান, সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





