মঠবাড়িয়ায় রেডিমেট পোশাক বিক্রেতার লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় বেলায়েত হোসেন বেল্লাল (৩৮) নামের এক ব্যবসায়ী নিখোঁজের ৩৬ ঘন্টা পর আজ শনিবার বিকেলে মঠবাড়িয়া-বামনা খালের মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর বাড়ি সম্মুখ খাল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের গার্মেন্টস্ ব্যবসায়ী বেলায়েত হোসেন গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধের সালিস বৈঠক শেষে বাড়ি ফেরা পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়।
এঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী রেকসনা বেগম জানান, শুক্রবার সকালে জমি-জমা নিয়ে প্রতিবেশী ইউসুফের সাথে তাদের সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে ব্যবসায়ী বেল্লাল জমির রায় পান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার খাল থেকে ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Comments
আরও পড়ুন





