মঠবাড়িয়ায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীর ফেসবুক অত্যাচারে একটি পরিবার অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজমুল ফরাজীর ফেসবুক অত্যাচারে একটি পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজমুল উপজেলার বাদুরা গ্রামের আঃ ছোবহান ফরাজীর পুত্র।
জানাগেছে, বাদুরা গ্রামের আঃ ছোবহান ফরাজীর পুত্র নাজমুল ফরাজীর সাথে ২০১৫ সালে একই এলাকার রুহুল আমিন পান্নার মেয়ে মোসাঃ সুক্তি আক্তারের ইসলামিক শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর মেয়ের পরিবার নাজমুলকে যৌতুক হিসেবে প্রায় দুই লক্ষ টাকা প্রদান করে।
সুক্তির বড় ভাই মাসুদ রানা জানান, নাজমুল বিদেশ যাওয়ার জন্য পরবর্তীতে আরও এক লক্ষ টাকা যৌতুক চায়। উক্ত টাকা দিতে আমরা অপরাগতা প্রকাশ করায় প্রায়ই আমার বোনকে নাজমুল মারধর করত এবং এক পর্যায়ে সুক্তিকে আমাদের বাড়িতে রেখে যায়। এনিয়ে তারা মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা করে। ওই মামলায় নাজমুলের তিন বছর সাজা হয়। বর্তমানে নাজমুল ওমেন বসে ফেসবুকে তার বোনদের ও তাকে নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্য লিখে তা পোষ্ট করে।
মাসুদ রানা আরো জানান, ফেসবুকে অশ্লীল বাক্য লিখে পোষ্ট করায় সাজাপ্রাপ্ত আসামী নাজমুলের বিরুদ্ধের আইসিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





