মঠবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা

স্টাফ রিপোর্টার: ‘স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার (১৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) সোহাগ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বেপারী, মোশারেফ হোসেন, জেলে ওমর ফারুক প্রমুখ।
এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোণা মাছ অবমুক্ত করেন।
Comments
আরও পড়ুন





