মঠবাড়িয়ায় মোবাইল চোর গ্রেফতার
স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার বিকেলে পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল সহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো ভান্ডারিয়ার চরখালী গ্রামের এনাম হোসেন চৌকিদারের ছেলে রাসেল (৩০) ও মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের কুদ্দুস হাওলাদারের পুত্র আলামিন (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি স্যামসাং জে-২ চোরাই মোবাইল উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার এসআই নুর আমিন জানান, মঠবাড়িয়া থানার মোবাইল চুরির জিডি (নং ১৩০০, তাং- ২৮/০৯/১৭) এর মাধ্যমে কললিষ্ট ট্রাকিংয়ে দিয়ে রাসেলকে তুষখালী ও আলামিনকে ধানীসাফা বাজার থেকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





