মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার ঘরে দুর্ধর্ষ ডাকাতি ॥ ৬ লাখ টাকার মালামাল লুট
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের উত্তর পূর্ব পাতাকাটা গ্রামে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে অবসরপ্রাপ্ত বন প্রহরী ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল সু-কৌশলে ঘরে ঢুকে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে উপুর করে প্রায় ৬ লাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গৃহকর্তার পুত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান জানান, বুধবার দিনগত গভীর রাতে ৮/১০ জনের ডাকাত দল চিলে কোঠার দেয়ালের ইট ফেলে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আমার বাবা আব্দুল হক (৭০), মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা খাতুন (৬৫) সহ আমাকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে স্টীলের আলমিরায় থাকা জমি ক্রয়ের নগদ ২ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, সরকারী ট্যাবসহ ৪টি মোবাইল লুট করে নেয়।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ হাসান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন সরেজমিন পরিদর্শন করেছেন।
Comments
আরও পড়ুন





