মঠবাড়িয়ায় মাদ্রাসার আলিম ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় নলী জয়নগর গ্রামের মনিরা (১৭) নামের এক আলিম শিক্ষার্থী রোববার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মনিরা ওই গ্রামের দিনমজুর এমাদুল হক স্বপনের মেয়ে ও স্থানীয় বান্ধবপাড়া সিনিয়র মাদ্রাসার আলিম শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে ঘরের বাড়ান্দায় আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো ওই ছাত্রীর লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ছাত্রীর মা রানী বেগম জানান, অভাবের সংসার। স্বামী পিরোজপুরে একটি স্ব-মিলে দিনমজুরের কাজ করে। তিনি আরও জানান রোববার দুপুরে প্রতিদিনের ন্যায় মনিরা মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পর গোসল করে ভাত খবার কথা বলে সে মাঠে গরু আনতে যায়। পরে ফিরে এসে দরজা-জানালা বন্ধ করা ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।
সাপলেজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিরাজ মিয়া জানান, খবর শুনে ঘটনাস্থলে যাই। অত্যান্ত হতদরিদ্র পরিবারের সন্তান মনিরা। কি কারনে আত্মহত্যা করছে তা জানা যায়নি।
মঠবাড়িয়া থানার এসআই মো. জাকির হোসেন আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে লাশ উদ্ধার করা হয়েছে এবং সোমবার সকালে লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হবে।
এদিকে ওই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments
আরও পড়ুন





