মঠবাড়িয়ায় মন্দিরের জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত-৭
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার (২৬ আগষ্ট) সকালে উপজেলার দেবত্র গ্রামে মন্দিরের জমির মালিকানা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থার অবনতি ঘটলে দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলো- শিমা রানী (৩৫), ইতি রানী (৩০), কালাচাঁদ (৪০), আকাশ (৩০), রিপন (৩৫) ও প্রতিপক্ষের শংকর শীল (৩৫) ও শংকর মিস্ত্রী (৩৬)। আহতদের মধ্যে কালাচাঁদ ও আকাশকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের দেবত্র শ্রী শ্রী রাধা গোবিন্দ সার্বজনীন মন্দিরের ১শ ৬০ শতাংশ জমির মালিকানা নিয়ে শংকর শীল ও প্রতিপক্ষ কালাচাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে দু’পক্ষের মামলাও বিচারাধীন। ওই বিরোধীয় জমিতে শংকর শীল ও তার দলবল চাষ করতে গেলে প্রতিপক্ষ নারীরা বাধা দেয়। এসময় দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন বিপিএম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





