মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: “বদলে যাচ্ছে দিনকাল-ভূমিসেবা হবে ডিজিটাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মঠবাড়িয়া ভূমি অফিস থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, কানুনগো শেখ জামশেদ হোসেন, ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা মোঃ ছাইয়েদুর রহমান, গোবিন্দ চন্দ্র সমাদ্দার, মোঃ খলিলুর রহমান, মোঃ জিল্লুর রহমান, সার্টিফিকেট সহকারী পুলক চন্দ্র রায়, নাজির সুমন কৃষ্ণ বড়ালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও স্থানীয় সূধীজনরা অংশ গ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, ৬ জুন থেকে আগামী ১০ জুন পর্যন্ত এ ভূমি সেবা সপ্তাহে বিনামূল্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন, ভিপি ও ভিটি একসনা বন্দোবস্তের আবেদন, ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদান, নামজারির খতিয়ান হস্তান্তরসহ ভূমি বিষয়ক অন্যান্য সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
Comments
আরও পড়ুন





