মঠবাড়িয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসুন

ইসরাত জাহান মমতাজ : মঠবাড়িয়ার ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতিমা (৯) ব্লাড ক্যান্সারে আক্রন্ত। পৌর শহরের আরামবাগের বাসিন্দা ফল বিক্রেতা দরিদ্র বাবা হাবিবুর রহমান বাবুল সরকার ও সমাজের বিত্তবানদের কাছে ফাতিমাকে বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানান। সর্বদা হাস্যোজ্জ্বল শিশুটি মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং মৃত্যুর সাথে লড়াই করছে। সে পাঁচ মাস ধরে স্কুলে যেতে পারছেনা।
গত এপ্রিল মাসে ফাতিমা অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা ফাতিমার দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানান। সেখানে দুই সপ্তাহ চিকিৎসা নেয়ার পর ৫টি কেমোর জন্য ৮ লাখ প্রয়োজন বলে চিকিৎসক বলেন। তিনি সেখান থেকে খুলনা কিওর হোম জেনারেল হাসপাতালে ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুকিতুল হুদার তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। তিনি সন্তানের চিকিৎসার জন্য শেষ বসত বাড়ি সম্বল ৫ কাঠা জমি বিক্রি করে নিঃস্ব অসহায়। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে ফাতিমার বন মেরুতে অস্ত্রপাচার করতে ৩৫ লাখ টাকা প্রয়োজন হবে। দয়া করে আমার সন্তানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। সরাসরি যোগাযোগ মোবাইল নম্বর- ০১৭৩১৪৪২৮৬২ মেসার্স ফাতিমা স্টোর চলতি হিসাব নং ১২২-২৪৬৯ উত্তরা ব্যাংক মঠবাড়িয়া শাখা, পিরোজপুর।
Comments
আরও পড়ুন





