মঠবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঠবাড়িয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রিপন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, নারী কাউন্সিলর তাহেরুননেছা, প্রেসকাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, স্টেপস্ মাঠ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, ইউপি সদস্য মমতাজ বেগম, প্রশিক্ষক (আইজিএ) আল আমীন, মেহেদী হাসান প্রমুখ।
শেষে পাঁচ জয়িতাকে সম্মানা স্মারক প্রদান করেন। জয়িতারা হলেন কাউন্সিলর তাহেরুননেছা, নারী মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়সা পারভীন, ইউপি সদস্য রওশনারা বেগম, ফাহমিদা বেগম মুন্নি, রোকেয়া মমতাজ।
Comments
আরও পড়ুন





