মঠবাড়িয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি

স্টাফ রিপোর্টার: শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। মাতৃদুগ্ধপান শিশুদের পুষ্টিপূরণ এবং সম্মিলিত শারীরিক বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. সৌমিত্র মিত্র সিংহ, সহকারী সার্জন ডা. জিয়াউল হক টিপু, স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস মিয়া প্রমুখ।
এ উপলক্ষে সপ্তাহব্যাপী শিশুদের মাতৃদুগ্ধ পানে অধিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউিনিটি কিনিক সমুহে ১লা আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত মায়েদের নিয়ে কাউন্সিলসহ সচেতনতা মূলক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
Comments
আরও পড়ুন





