মঠবাড়িয়ায় বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন বসানোর কাজ শুরু

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পরিবেশগত উপকুলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় পৌর শহরে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। মঠবাড়িয়া পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস আজ বুধবার সকালে ৫৪ কি:মি: পাইপ লাইন বসানোর কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, কাউন্সিলর মতিয়ার রহমান মিলন, সচিব হারুণ আর রশিদ প্রমূখ।
এব্যপারে নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, সিনোকন্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এমটি এন্ড এসএস কনসিটিয়াম ৫৪ কোটি ২২ লাখ ব্যায়ে ৫৪ কি:মি: পউিপ লাইন ও দুটি ওভারহেড ট্যাংক ট্রিটমেন্টপ্লান্ট এবং ৩ হাজার ৫‘শ টি সংযোগ এর কাজ আগামী দু‘বছরের মধ্যে বাস্তবায়ন করবে।
Comments
আরও পড়ুন





