মঠবাড়িয়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”-এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ রবিবার সকালে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে
দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ এর নেতৃতে¦ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা সমবায় কর্মকর্তা মো.এমাদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক এর সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক,মুক্তিযোদ্ধা শরীফ মো. আলমগীর হোসেন,মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো.মতিয়র রহমান,সাংবাদিক মিজানুর রহমান মিজু,পরিবার পরিকল্পনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসা,রজিনা আক্তার,আশ্রায়ন সমবায় সমিতির সভাপতি বাবুল মেকার প্রমূখ।
Comments
আরও পড়ুন





