মঠবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির

দিলীপ মজুমদার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতি ও গ্লোবাল এইড ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে সোমাবার সকালে দুই দিনব্যাপী চক্ষু শিবির শুরু হয়েছে।
স্থানীয় কেএম লতীফ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত চু শিবিরে কিংস্টোন, কুইন মেরী এন্ড মরফিল্ড’স আই হসপিটাল, লন্ডন এর বিশেষজ্ঞ চু চিকিৎসক ডা. মো. জিয়াউল হক নেগাহবান, মোস্তাকিম গুকোমা রিসার্চ এন্ড আই হসপিটাল ঢাকা এর ডা. মো. আব্দুল জলিল, ঢাকা চক্ষু ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুল হাসান মেনন, বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য চু চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।
Comments
আরও পড়ুন





