মঠবাড়িয়ায় বিএনপির ঘোষিত কমিটির সভাপতি রুহুল আমিনই প্রত্যাখান করলেন নতুন কমিটি

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা কমিটি কর্তৃক রুহুল আমীন দুলাল সভাপতি ও কেএম হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির কমিটি প্রত্যাখান করেছে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় ১১ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সম্মেলন ছাড়া ঘোষিত কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানান। সভায় বেতমোর রাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতি রুহুল আমিন দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম বাবুল, সাপলেজা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, মিরুখালী’র সভাপতি কামরুল আহসান খোকন, গুলিসাখালী’র সভাপতি শামিম আহসান, দাউদখালী’র সভাপতি মিজান তালুকদারসহ ১১ ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল ওই সভায় একাত্মতা ঘোষণা করে বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্মেলনের মাধ্যমে মঠবাড়িয়ায় উপজেলা কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশ উপেক্ষা করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি/সম্পাদক দলীয় গঠনতন্ত্র পরিপন্থী সম্মেলন ছাড়া কমিটি গঠনের বিষয়টি আমি জানিনা এবং তৃনমুলের নেতা-কর্মীদের মতামত না নিয়ে কাউন্সিল ছাড়া ঘোষিত কমিটি মানিনা।
পরে ওই সভায় ১১ ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৪১ নেতা গণস্বাক্ষর করে নতুন কমিটি বাতিলের দাবী জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে লিখিত ভাবে জানানো হবে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্র যদি ঘোষিত কমিটি বাতিল না করে তবে নতুন কমিটি থেকে গণহারে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
দলীয় সূত্রে জানাগেছে, দীর্ঘ নয় বছর পর সম্মেলন ছাড়াই গত ১১ জুলাই রুহুল আমীন দুলালকে সভাপতি, সাবেক পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক ও আ ম ইউসুফ্জ্জুামানকে সভাপতি ও নাজমুল আহসান কামাল মুন্সিকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন দেন। ওই দুই কমিটি সম্প্রতি ঘোষণার পর রুহুল আমীন দুলাল ও কেএম হুমায়ুন কবির এর সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। বিবাদমান দুই পক্ষের দলীয় অফিস আলাদা তেমনি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি দুই পক্ষে পৃথকভাবে পালন করে আসছেন। দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কেন্দ্রীয়ভাবেও চেষ্টা করে সমাধান মেলেনি। ফলে সাধারণ নেতা কর্মীরা দলের প্রতি ক্ষুব্দ। এমন অবস্থায় বিরোধ না মিটিয়ে কাউন্সিল ছাড়া কমিটি গঠনে নতুন করে দলে আরও বিভক্তি ডেকে আনতে পারে এমন আশংকা দলের ত্যাগী নেতা কর্মীদের। বিবাদমান এ দুই পক্ষের বড় একটি অংশ দলের নতুন কমিটির সভাপতি রুহুল আমীন দুলালের নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি করে আসছিল।
Comments
আরও পড়ুন





