মঠবাড়িয়ায় বার্ষিক উন্নয়নে সুশীলনের কর্মশালা
স্টাফ রিপোর্টার: মঠবাড়িযায় ১১ ইউনিয়ন এর বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্দ বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির সাথে সুশীলনের কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের সকল কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় সুশীলনের নতুন প্রকল্প বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী সুদীপ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানউল মোর্শেদ, এ্যাডভোকেসি কর্মকর্তা ইতু রানী দাস ও প্রোগ্রাম অফিসার পলাশ মোড়ল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর সভাপতিত্বে কর্মশালায় উন্মক্ত আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোর্শেদ, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
শেষে সভাপতি বর্তমান সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে পরিকল্পনায় পরিবার পরিকল্পনা খাতে সকল ইউনিয়নে চলমান বাজেটে বরাদ্দ রাখার দাবী জানান।
Comments
আরও পড়ুন





