মঠবাড়িয়ায় বাবুরহাটে পুলিশের মাদক বিরোধী সভা

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে মাদক প্রতিরোধে মাদক বিরোধি সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া থানা প্রশাসন সোমবার রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের বাবুরহাটে চৌরাস্তার মোড়ে এ মাদক বিরোধি সভার আয়োজন করে।
বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মতিউর রহমানের এর সভাপতিত্বে মাদক বিরোধি সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো. হাসান মোস্তফা স্বপন, উপ পরদির্শক মো. ওসমান গণি, সাংবাদিক শাদাৎ হোসেন বাবু, সমাজসেবক নূরুল ইসলাম আবু নাঈম, যুবলীগ নেতা মো. মনির হোসেন হাওলাদার, ব্যাবসায়ী বেলাল হোসেন গাজি, আ.লীগ নেতা জলিলুর রহমান, নাসির উদ্দিন সুমন প্রমুখ।
সভায় বক্তারা মাদকের ভয়বহতা রোধে পুলিশ ও জনতা মিলে কাজ করার আহ্বান জানিয়ে পরিবার ও সমাজের প্রতিটা মানুষকে সচেতন হওয়ার অনুরোধ জানান।
শেষে মঠবাড়িয়া বাউল সমিতির শিল্পীরা অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করে এলাকার মানুষকে মুগ্ধ করেন।
Comments
আরও পড়ুন





