মঠবাড়িয়ায় প: প: অধিদপ্তরের পেইড পার ভলানটিয়ার নিয়োগে প্রার্থীদের ভাইভা পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন

দিলীপ মজুমদার : মঠবাড়িয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পেইড পার ভলানটিয়ার পদে প্রার্থীদের ভাইভা পরীক্ষা মঙ্গলবার সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ১১ ইউনিয়নের আবেদনকারী প্রার্থীদের ৩দিন ব্যাপী ভাইভা পরীক্ষায় মোট ৫শ ৬৫ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।
উপজেলার ১১টি ইউনিয়নের পেইড পার ভলানটিয়ার পদে মোট ৭৬ টি পদের অনুকুলে উত্তীর্ণ প্রার্থীদের ওই পদে নিয়োগ দেয়া হবে। পেইড পার ভলানটিয়ার নিয়োগ কমিটির সদস্য সচিব মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. কাজী সিরাজুল হক জানান, ওই কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ সহ উপজেলা চেয়ারম্যানের ২ জন প্রতিনিধির উপস্থিতিতে প্রার্থীদের ১শ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাপ্ত নম্বর উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর পিরোজপুরে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ জানান, সরকারের মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্যকারী হিসেবে পেইড পার ভলানটিয়ার কর্মীরা এক সন্তানের জননী বা নবদম্পত্তির জন্মনিয়ন্ত্রনে কাজ করবে।
Comments
আরও পড়ুন





