মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক গোলাম কবিরের আত্মহত্যা ॥ প্রাথমিক শিক্ষকদের মাঝে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১১ নং পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির (৫৮) মঙ্গলবার বিকেলে ঘরের সিলিং ফ্যানের রডের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রধান শিক্ষকের ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় প্রাথমিক শিক্ষকসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানাযায়, তার স্ত্রী ও ৫৮ নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান মুন্নী ক্লাশ শেষে তার বাবার বাড়ীতে যাওয়ার পর পুনরায় সন্ধ্যায় বাসায় এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখে ডাক চিৎকার দেয়। গোলাম কবির পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ও পৌরশহরের ডাকবাংলা রোডের সবুজ নগর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমানের জামাতা। থানা পুলিশ মঙ্গলবার রাতে বসত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। তিন কন্যা সন্তানের জনক গোলাম কবিরের হঠাৎ আত্মহত্যার কারণ জানা না গেলেও তবে পারিবারিক ভাবে দাবী করেছে গত ২ বৎসর পূর্বে সড়ক দুর্ঘটনার পর মানষিক ভাবে সে বিকার গ্রস্থ হয়ে পড়েন। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব থাকায় সে গত কয়েকদিন ধরে মানষিক ভাবে টেনশনে ছিল। পুলিশ বসত ঘরের বিছানা থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের হাতের লেখা চিরকুট পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।
Comments
আরও পড়ুন





