মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আ.লীগ নেতার ওপর হামলা
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়ন আ.লীগের এক নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠছে। সংখ্যালঘু ওই আ.লীগ নেতা গত দুদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাতে উত্তর ভেচকী গ্রামের পরীক্ষিত মন্ডলের পুত্র ও ৬নং ভেচকী ওয়ার্ডের আ.লীগের সভাপতি চিত্তরঞ্জন মন্ডল (৬০) মটর সাইকেলযোগে বাড়ী ফিরছিল। এ সময় বাইশকুড়া কমিউনিটি কিনিকে যাওয়া মাত্রই পূর্বে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী তোতা মিয়ার পুত্র রুহুল ও তার ১০/১৫ জনের দলবল অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। স্বজনরা ওই রাতেই উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





