মঠবাড়িয়ায় পূবালী ব্যাংকের ৬০ বছর পূর্তি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখার উদ্যোগে প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে ব্যাংক কার্যালয়টি বর্ণিল আলোক সজ্জা, ব্যানার, ফেষ্টুন এর মাধ্যমে সাজানো হয়। বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে গ্রাহক ও সুধীজনদের এক মিলন মেলা ঘটে। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংক কার্যালয়ে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় কেক কাটা পর্ব।
পূবালী ব্যাংক লি: মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো: মামুন অর রশীদ এর সভাপতিত্বে ৬০ বছর পূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুল হক সেলিম মাতুব্বর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, মার্কেন্টাইল ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো: ফারুক সিকদার, সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো: কুদ্দুস মিয়া, পৌরসভার সচিব হারুন অর রশিদ, বণিক সমিতির সভাপতি সামসুল আলম, সাংবাদিক মিজানুর রহমান মিজু, পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখার প্রিন্সিপাল অফিসার মৃনাল কান্তি দাস, অফিসার খোকন ঢালী, সিসি গ্রাহক মিজানুর রহমান ও জহিরুল ইসলাম প্রমুখ।
Comments
আরও পড়ুন





