মঠবাড়িয়ায় পুলিশ প্রহরায় বিএনপির মানববন্ধন

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মঠবাড়িয়া উপজেলা বিএনপি। পুলিশের বাঁধায় মঙ্গলবার সকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন কালে বাঁধার মুখেও মানবন্ধন পালন করেন।
পরে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমীন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসুফউজ্জামান আকন, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, তারিকুল ইসলাম মধু, সাপলেজা ইউনিয়ন সভাপতি হাবিব আকন, সহ-সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, অহিদুজ্জামান খান মিল্টন, উপজেলা ছাত্রদল সভাপতি মাইনুল ইসলাম, সাধারন সম্পাদক রিয়াজসহ নেতৃবৃন্দ ।
বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাঁধার সৃষ্টি করে আসছে উল্লেখ করে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করে বক্তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
Comments
আরও পড়ুন





