মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-২৮

স্টাফ রিপোর্টার : পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলার ৫ টি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৮ জন আসামী গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃতদের শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মঠবাড়িয়ায় কয়েকটি হত্যা, ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের প্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার দিবাগত রাতে এ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় উপজেলার বুড়িরচর গ্রামের চাঞ্চল্যকর ওয়ার্ড বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ফজলু মাতুব্বর, বাঁশবুনিয়া গ্রামের পিকআপ চালক আরিফ হত্যার সন্দেহভাজন আসামী ইউনুচ খানসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৮ জন আসামী গ্রেফতার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, জেলা পুলিশ সুপার মো. সালাম কবিরের নির্দেশে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
Comments
আরও পড়ুন





