মঠবাড়িয়ায় পুরাতন স্কুল ভবনের বীম পড়ে বৃদ্ধ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১৫১ নং লোদের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্তা ভবন (নিলামযোগ্য) অপসারন করতে গিয়ে গ্রেড বীম পড়ে ফুল মিয়া (৬০)নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্য হয়েছে। এসময় অপর নির্মান শ্রমিক মোঃ খলিল গুরুতর আহত হয়েছেন। আহত খলিলকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে হতে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ফুল মিয়া উপজেলার বড়মাছুয়া ইউপির ভোলমারা গ্রামের মৃত হাশেম আলী হাওলাদারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান-বিদ্যালয়ের পুরাতন ভবনের ওয়াল অপসারনের পর শুক্রবার বিকেলে কাজ করার সময় গ্রেড ভীম ধসে পড়লে ফুল মিয়া গুরতর জখম হয় । হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরনে পথেই আট সন্তানের জনক ফুল মিয়া মারা যায়।অপর আহত বড়মাছুয়া গ্রামের নুর হোসেনের পুত্র খলিলের বাম পা ভেংগে য়ায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রাণী মিত্র জানান-গত ৩/৪ দিন আগে পরিত্যক্ত ভবনের ওয়াল অপসরনের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদার। বিকেলে শ্রমিকরা ভীম ভাঙ্গার সময় নীচে পড়ে শ্রমিকের আহত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান- পরিত্যাক্ত ওই ভবন ২১ হাজার টাকায় নিলাম দেয়া হয়। শুনেছি কাজ করা সময় এক শ্রমিকের মৃতু হয়েছে।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর(তদন্ত)মাজাহারুল আমিন বিপিএম জানান নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়া গেলে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Comments
আরও পড়ুন





