মঠবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের একটি পুকুর থেকে শনিবার (১ সেপ্টেম্বর) সকালে এক সন্তারের জনক ছরোয়ার মোল্লা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ছরোয়ার ওই গ্রামের আজাহার মোল্লার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ছরোয়ার শ্বশুর বাড়ি বেড়াতে এসে শুক্রবার সকালে সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের নিকটবর্তী নাজির দারোগা বাড়ির পুকুরে অযু করার জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে শনিবার সকালে স্থানীয়রা তার লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়ছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
Comments
আরও পড়ুন





