মঠবাড়িয়ায় পানিতে ডুবে শিশু মাইনুলের মর্মান্তিক মৃত্যু
দিলীপ মজুমদার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে রোববার সকালে পানিতে ডুবে মাইনুল হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু মাইনুল ঘোষের টিকিকাটা গ্রামের অটোরিক্সা চালক খলিল খাঁর পুত্র। মাইনুলের চাচা জহির খাঁ জানান, সকালে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘর সংলগ্ন পুকুরে মাইনুল পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাইনুলকে মৃত. ঘোষণা করে। এঘটনায় ঘোষের টিকিকাটা গ্রামে শোকের মাতম চলছে।
Comments
আরও পড়ুন





