মঠবাড়িয়ায় পানিতে ডুবে মাষ্টার্সের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে ঝুমকা আক্তার (২৬) নামের এক মাষ্টার্সের ছাত্রীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রীর আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝুমকা উপজেলার মধ্য তুষখালী গ্রামের আবদুল খালেক আকনের মেয়ে ও বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মার্ষ্টার্সের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী বাড়ীর নিকটবর্তী খালে ব্রাশ করতে গিয়ে খালের পানিতে নেমে নিখোঁজ হয়। অনেক খোজা খুজির পর পরিবারের স্বজনরা খালের পানিতে ডুবন্ত অবস্থায় ওই ছাত্রীকে পায়। পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃগী রোগীর কারনে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের স্বজনরা জানান।
নিহত ছাত্রীর চাচা কামরুজ্জামান রাজ্জাক জানান, তার ভাতিজীর দু’বছর আগে বিয়ে হলেও মৃগী রোগের কারনে ওই ছাত্রীর স্বামীর সাথে বুনিবোনা হয়নি। এর আগেও তার ভাতিজী পানিতে পড়ে গেলে স্বজনরা তাৎক্ষণিক উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, পানিতে ডুবে ছাত্রীর মৃত্যুর বিষয়টি কেহ থানায় অবহিত করেননি।
Comments
আরও পড়ুন





