মঠবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : এলাকায় শোকের ছায়া

দিলীপ মজুমদার : মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামে বুধবার সকালে বসত ঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে দুই শিশু আবদুল্লাহ (৪) ও আয়শা (৩) এর মর্মান্তি মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ওই গ্রামের এমাদুল হক ফকির ও আয়শা পশ্চিম মিঠাখালী গ্রামের আলমগীর হোসেনের কন্যা। ফুফাতো ভাই-বোন ওই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা বেতমোর ইউনিয়নসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
শিশুর আয়শার নানী বৃদ্ধা নুরবানু জানান, সকাল ৯টার দিকে তার নাতী আয়শা ও আবদুল্লাহ বাড়ীর আঙ্গিনায় বসে মোবাইল দেখে আনন্দ করছি। এসময় বাড়ীর সামনের জমিতে হাঁসে ধান খেলে তিনি ও তার মেয়ে শেফালী ধানক্ষেতে যায়। এর কিছুক্ষণ পর এসে দেখে ওই দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে চিৎকার দেয়। তিনি আরও জানান, তার মেয়ে শেফালী গত ৩ বছর আগে ৮ মাসের শিশু সন্তান আয়শাকে রেখে সৌদি আরব যায়। গত কয়েকদিন আগে আয়শা দেশে ফিরে আসে। শেফালীর স্বামী আলমগীর হোসেনের সাথে কোন যোগাযোগ না থাকায় ওই শিশুটি নিয়ে সে রাজপাড়ায় আমার বাড়ীতে থাকে।
নিহত আবদুল্লাহর দাদা দলিল লেখক আফজাল হোসেন ফকির জানান, আবদুল্লাহর পিতা এমাদুল ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করে। ঘটনার সময় শিশুটির মা সালমা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিল। পরে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে নিয়ে দ্রুত হাসপাতালে আসে। হাসপাতালে নিয়ে আসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের স্বাস্থ্য কর্মকর্তা ডা: বশির আহমেদ দুই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন আকন জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনা দু:খজনক। আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনামাত্রই আমি ঘটনাস্থলে যাই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments
আরও পড়ুন





