মঠবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! এলাকায় শোকের মাতম
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার গিলাবাদ গ্রামে শুক্রবার বিকেলে মদিনা আক্তার (৯) ও ইভা আক্তার (৮) নামের দুই শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মদিনা আক্তার ওই গ্রামের সেন্টু আকনের মেয়ে ও ইভা আক্তার ইউনুচ আকনের মেয়ে। তারা উভয়ই ১৮৪ নং মধ্য গিলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জনাগেছে, একই বাড়ির তিনটি শিশু পরিবারের সকলের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ঘাট থেকে পা ফসকে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু তিনটিকে না পেয়ে খোঁজাখুঁজির পর এক পর্যায় পুকুর থেকে তাদের উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু তিনটিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মদিনা ও ইভা আক্তারকে মৃত ঘোষণা করেন। অন্য শিশু জান্নাতিকে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Comments
আরও পড়ুন




